Klanto est une chanson en Bengali
ক্লান্ত
অনেকটা পথ হেঁটে হেঁটে ঘুরে ফিরে আমি আজ ক্লান্ত
অনেকটা পথ পাড়ি দিতে হবে জেনে আমি আজ ক্লান্ত
ভ্রান্ত, পরিশ্রান্ত
অবান্তর কিছু শূন্যতার আহ্বানে, ছুটে ছুটে গিয়ে হার মেনে নেয়া
মেনে চোখে জমে যাওয়া জল, মৃত্যু শীতল - শান্ত
নামান্তরে বারে বারে একই সব আসে যাবে
ভুলে যেতে হবে সব ভুলে যেতে হবে
তবে আসবে অভূতপূর্ব
সেই বসন্ত, সেই বসন্ত
খবরে দেয়ালে মুখে একই কথা ঝড়ে পড়ে
ঝড়ে পড়ে নোনাকাব্যের জলে জমা
কিছু সত্যি কথা মিথ্যে হবার পথে
ধুঁকে ধুঁকে মুছে দেয় শহরতলীর সীমান্ত
বিধাতার মন বুঝে ওঠা যাবে না
তবুও চেষ্টা যে কোনোরূপে ছাড়া যাবে না
সেকথা পার্কের সবকটা বেঞ্চের গায়ে লেখা
বিধাতাকে কেটে আজ প্রেমিকা হয়েছে দেখো-
একই অনুভূতি নিয়ে প্রেমিকের মন্তব্য
অনেকটা পথ হেঁটে হেঁটে ঘুরে ফিরে আমি আজ ক্লান্ত
অনেকটা পথ পাড়ি দিতে হবে জেনে আমি আজ ক্লান্ত
একই ফরম্যাটে সব গল্প সাজানো তবে
ভিন্নতা পাবে খুঁজে শুধুই নিজের চোখে
সেটাও যখন একই হয়ে যায় বলো
কিসের টানে হাঁটা, কিসের আসে বাঁচা
বিনা কোনো গন্তব্য
একই একা বসে থাকা একই সব কথা বলা
একই ঘটনার কত রং মাখা বর্ণনা
একই রাস্তার বুকে একই সাধ বাসনাতে
একই চোখে মুখে হাতে পায়ে ছুটে যেতে হবে
অমোঘ নিয়ম মেনে চলবে জীবন
যেন সেটাই, সিদ্ধান্ত, সিদ্ধান্ত
যখনি হাওয়ায় ভাসে রঙিন উত্তরীয়
তখনোই বিষণ্ণতা ফুঁড়ে উঁকি দেয় কোনো
ক্ষণিক পুলক সাথে সাথে উপলব্ধিতে
মনে পড়ে অনেক দেখেছি রং,
অনেক এঁকেছি ছবি-মায়াবী ভ্রম
সব ক্ষণিকের সুখ সে তো ক্ষণিকেই শেষ হয়ে
আমায় রেখে যায়, তৃষ্ণার্ত, তৃষ্ণার্ত
আবার এসেছে ভোর আবার ডাকছে পাখি
আঁধার আমার মত রাত জাগা ক্লান্তিতে
আবার ঘুমিয়ে গেছে আবার জেগেছে দিন
আবার মানুষগুলো চলবে মেটাতে ঋণ
একই পায়ে হেঁটে হেঁটে একই ধুলো গায়ে মেখে
হাসিমুখে, নিশ্চিত, নিশ্চিন্ত
একই বুকে ওঠানামা একই ভুলে বাঁধাপড়া
একই অস্বস্তিতে মুখে হাসি ধরে রাখা
মনে আসা ভালোবাসা দিয়ে দিনশেষে,
ঘর বুকে টেনে নেবে আদরে
রোজ রাতে ঘরে ফিরে একই চার দেয়ালে
একা বসে চেয়ে থাকা একঘেয়ে খেয়ালে
একই একা বসে থাকা একই একা কথা বলা
একই সুরে গান বেঁধে একই ধুঁকে ধুঁকে
একই আমি এখনো, জীবন্ত, জীবন্ত
অনেকটা পথ হেঁটে হেঁটে ঘুরে ফিরে আমি আজ ক্লান্ত
অনেকটা পথ পাড়ি দিতে হবে জেনে আমি আজ ক্লান্ত ||
অবান্তরে কিছু শূন্যতার আহ্বানে, ছুটে ছুটে গিয়ে হার মেনে নেয়া মেনে
চোখে জমে যাওয়া জল, মৃত্যু শীতল - শান্ত
নামান্তরে বারে বারে একই সব আসে যাবে
ভুলে যেতে হবে, সব ভুলে যেতে হবে
তবে আসবে আবার
সেই বসন্ত, সেই বসন্ত
সেই বসন্ত, সেই বসন্ত